কাজী মাহবুব হাসান
-
আসমা সুলতানার একক শিল্পকলা-প্রদর্শনী বিস্মৃতির সঙ্গে স্মৃতির সংগ্রাম
টরন্টোর পূর্বদিকে ইন্ডিয়া বাজারের মধ্য দিয়ে চলে যাওয়া জেরার্ড স্ট্রিটে খানিকটা ঢুকতেই হাতের বাঁপাশে পড়ে জেরার্ড আর্ট স্পেস (Gerrard Art Space)। এখানে গত ১৯ জুলাই থেকে ৬ আগস্ট ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে শিল্পী আসমা সুলতানার ত্রয়োদশ একক শিল্পকলা প্রদর্শনী ‘লং লস্ট লুলাবাই’ (বিস্মৃত ঘুমপাড়ানি গান)। বাণিজ্যিক কিংবা সেøাগাননির্ভর শিল্পকলা সৃষ্টি করা থেকে মুখ ফিরিয়ে নেওয়া…