গাজী মুনছুর আজিজ
-
অজন্তার ঐশ্বর্যে
অজন্তার প্রথম গুহায় প্রবেশ করে বিস্মিত হই। ধরেই নিয়েছি, এটা কোনো গুহা নয়, বরং শিল্পকর্মের গুহাঘর বা শিল্পকর্মের গ্যালারি বলা চলে। পাথুরে পাহাড় কেটে তৈরি বুদ্ধের মূর্তিসহ নানা শিল্পকর্ম বা ‘রিলিফওয়ার্ক’ এবং গুহার ছাদে-সিলিংয়ে আঁকা বিভিন্ন শিল্পকর্ম বা ‘ফ্রেসকো’ দেখে অবাক না হয়ে পারি না। তবে শিল্পকলার ভাষায় এসব শিল্পকর্মকে ‘রিলিফওয়ার্ক’ বা ‘ফ্রেসকো’ বলা হলেও…