ছন্দা বিশ্বাস
-
যুগনদ্ধ
ছন্দা বিশ্বাস বিছানার ওপর অপূর্ব সুন্দরী মেয়েটিকে দেখে চমকে উঠেছিল মিসা। এমন রূপবতী মেয়ে এর আগে কখনো দেখেনি। মেয়েটি এখানে কী করে এলো সেটা ভাবতেই বেশ আশ্চর্য লাগছে মিসার। মিসার আজ ফুলশয্যা। বাড়ির অমতে বিয়ে করলেও উচ্ছ্বাস ওদের বিয়েতে কোনোরকম কার্পণ্য করেনি। দার্জিলিংয়ের একটি হোটেলে আজ বউভাতের আয়োজন করা হয়েছিল। উচ্ছ্বাসের তরফ থেকে ওর বেশ…