জিয়া হাশান
-
গোলদিঘি মাঠের কীর্তি
হুঁশ ফিরে এলে নামিয়া টের পায় তার শাড়ি ধরে কেউ টানছে। চোখ মেলে দেখে ফুলু, তাদের বাড়ির কুকুর। আগে দেখা তার পিঠের দিকের লোম হালকা হলুদ। এখন নিচ থেকে তার পেটের দিকটা চোখে পড়ে। সেখানকার লোম সাদা। নামিয়ার মুখটা ডানদিকে কাত করা। ফুলুও সেদিকে। তাই দেখা যায় তার মুখে শাড়ির আঁচল। সেটা নিয়ে সে পেছনের…