তানভীর মোকাম্মেল
-
ক্যাসান্দ্রা
তানভীর মোকাম্মেল কবি যেন অভিশপ্ত কন্যা ক্যাসান্দ্রা বলে চলে সূর্যজাত সত্য যতদিন শ্বাস আমোদগেড়ে নগরবাসী সেসবে রাখে না বিশ্বাস অথচ কত অনুক্ত কালবেলা বলেনি কী ডেলফি সেইসব অমোঘ সত্য কথা; সময় গড়িয়ে যায় মুক্তা সময় হারিয়ে যায় নষ্টগ্রহ মানুষ তবু তৃপ্তিহীন রয় এক যুদ্ধের পরে থাকে আরেক যুদ্ধের অপেক্ষায় আর প্রাচীন কবির পা-ুলিপি শুধু ধূসর…
-
বেহুলা বাংলা-২
তানভীর মোকাম্মেল আমরা ভালো নেই বেহুলা শকুনক্রাস্তির এ-কালে অদৃশ্য নাগপাশ এক যুগশ্রান্ত আমাদের দেহমন করে ফেলছে গ্রাস চারিদিকে সবুজাভ বিষাক্ত নিশ্বাস যা কিছু অর্জন ছিল মানব করোটির মারণশিষ্যেরা মনসার কুরে কুরে করছে বিবশ গাঙুরের দু’পারে বেড়েই চলেছে শুধু শরীর ও চেতনার শব; প্রস্তুত হও বেহুলা আবার ভাসাও তোমার অলৌকিক…
-
বেহুলা বাংলা-১
তানভীর মোকাম্মেল আমাদের আজন্ম ব্যর্থতার দায়ভার মায়ের মতো রাখো আঁচলে নিভৃতে গোন দিন কেরানি গিন্নিসম সন্তানেরা হবে সফল ফলাবে ফসল কালজয়ী মাঠে ও শয্যায়; মৃতপ্রায় পাবে ফের সৃজনের ঘ্রাণ নদীর বালুচরে উঠবে হেসে স্বর্ণলতা ধান উষার জাগরণে বাতাসে আসবে ভেসে বাংলার পাখিদের অলৌকিক গান; আর দিনান্তে মেঘবতী গোধূলিবেলায় পশ্চিম আকাশ …