পিটার হিউম
-
কলম্বাস ও নরখাদক নরগোষ্ঠী
ভূমিকা ও অনুবাদ : সুরেশ রঞ্জন বসাক ভূমিকা ‘ক্যানিবালস’ বা ‘নরমাংসখেকো নরগোষ্ঠী’ সম্পর্কে আলোচনার আগে এমন প্রাণীর অস্তিত্বের উদ্ভাবক কলম্বাস ও তাঁর ডায়েরি সম্পর্কে কিছু সাধারণ তথ্যের সঙ্গে পরিচিত হওয়া যাক। কলম্বাস একাধারে অনেক কিছু ছিলেন : খ্যাতিমান নাবিক, মানচিত্রকার, প্রাচ্য বিশেষজ্ঞ, ভ্রমণ সাহিত্যের লেখক এবং সর্বোপরি, ‘নিউ ওয়ার্ল্ড’ বা আমেরিকা মহাদেশের (যা প্রকৃতপক্ষে বাহামা…