প্রণবকুমার মুখোপাধ্যায়
-
লালনের খাঁচা
প্রণবকুমার মুখোপাধ্যায় মনের মধ্যে সহস্র মন তার একটাতে কখন লালন বসিয়ে গেছে আজব কী এক খাঁচা – টের পাইনি সারা জীবন। এখন দেখি, যখন-তখন ছটফটাচ্ছে অচিন পাখির বাঁচা! এই কিনারে ওই কিনারে ডানায় এমন ঝাপট মারে ভয় করে এই ছিঁড়ল শিকল বুঝি! আবার ভাবি, অন্ধকারে যাবার আগে আলোর পরে নিজের সঙ্গে নিজেই খানিক যুঝি! এই-যে…
-
নিজের সঙ্গে নিজে
প্রণবকুমার মুখোপাধ্যায় স্মৃতির ভিতরে আছে ঝুরিনামা বৃদ্ধ এক বট, আমি তার প্রতিটি পাতার আন্দোলন কান পেতে শুনি : কত না ঝড়ের রাতে ল-ভ- হাওয়ার দাপট সারাদিন জ্বরের কাঁপুনি একা একা একা একা সহ্য করে তার এই বেঁচে থাকা, এই বেড়ে ওঠা, এই একাশি বছর। স্মৃতির ভিতরে স্মৃতি, ঘন গাঢ় নিপাট বুনট, আমি তাকে আষ্টেপৃষ্ঠে…