বনি আদম
-
কিংবদন্তির সুলতান
দেবদূত পরিবেষ্টিত বিশালকায় পেশিবহুল এক মানব বসে রয়েছে মাটির ওপর, দৃঢ় দুই হাতের মাঝে ছোট্ট একটি চারাগাছ, রোপণের অপেক্ষায় – যেন শ্যামল-সুন্দর পৃথিবী গড়ার মানসে। এই শিল্পের কারিগর এস এম সুলতান। অবশ্য নামটি তাঁর পিতৃপ্রদত্ত নয়, তাঁর আসল নাম লাল মিয়া। বাবা জমিদারের রাজমিস্ত্রি – ভবন নির্মাণশিল্পী। যিনি ইটের পরে ইটের গাঁথুনি দিয়ে আর পলেস্তারার…