বীথি চট্টোপাধ্যায়
-
একতারা
বীথি চট্টোপাধ্যায় একটি নৌকা কুয়াশার বুক চিরে; ছোট ছোট গ্রাম পদ্মার দুই তীরে। কোনো গ্রাম শুধু কৃষ্ণ কৃষ্ণ করে কোনো গ্রাম ছেয়ে আলস্না হু আকবরে। পদ্মার জল একটি নৌকা তাতে লালন ফকির একতারা ধরে হাতে। সেই একতারা সুর হয়ে ওঠে ভেসে মক্কা মদিনা বারাণসী হৃষিকেশে। মক্কা মদিনা সব এই দেহমনে…
-
ভিতরের জোর
বীথি চট্টোপাধ্যায় কী মনের জোর তার, ওরকম একটু জোর এখন খুব দরকার আমার। সে যদি এতটা পারে, আমি কেন একটুও নিজের পায়ে দাঁড়াতে পারবো না? দেয়ালে পিঠ ঠেকে গেলে কেন ভাববো এবার সব শেষ। তার-ও তো ছিল না কিছু প্রেমিক বা প্রতিষ্ঠান কিছু নয় তবু সে পারলো বলে আনন্দে কাঁদলো কতো লোক… কেউ কেউ দাবানল…


