মাহবুব আজাদ
-
সুচরিত চৌধুরীর গল্প
সুচরিত চৌধুরী লেখক হতে চাননি। যৌবনের শুরুতে তাঁর উচ্চাকাক্সক্ষা ছিল বংশীবাদক হওয়ার। বারো মাসে তেরো পার্বণের মতো স্টেজে নাটক ও বারোয়ারি অনুষ্ঠান দেখে ঘুরেফিরে সময় কাটাতে ভালোবাসতেন। তবে সাহিত্যচর্চার প্রতি তাঁর এক ধরনের টান ছিল। বাবা আশুতোষ চৌধুরী ছিলেন মনেপ্রাণে সাহিত্যসেবী। সেই সাহিত্যপ্রাণতা ছেলের মধ্যেও লক্ষ্যে-অলক্ষ্যে সঞ্চারিত হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, সুচরিত চৌধুরী ১৯৭৬ সালে…
