মেহেদী ইকবাল

  • কানাভোলা

    অবোধ্য দেখছি সব দুর্বোধ্য কোলাহল কলকাঠি হাতে কার কার হাতে প্রদীপ আলাদিনের? আয়নায় বিভ্রান্তি বড় ভেসে ওঠে কার মুখ কার কণ্ঠে বলছি কথা জ্ঞানশূন্য হিতাহিত! অচেনা পথের বাঁক চিনছি না কাউকে আমি ভয়ংকর কানাভোলা কোথায় যে গন্তব্য তার!

  • সেকেন্ডের ব্যাকরণ

    সেকেন্ডের ব্যাকরণ প্রহেলিকাময় চাঁদ। ফাঁদ পেতে বসে আছে কেউ অন্ধকারে অচেনা সব ঢেউ অবজ্ঞা আর অস্থিরতা কোথা থেকে আসে উড়ে ব্যাকুল মৌমাছি কিছু প্রাচীন স্থাপত্যকলা খসে পড়া কয়েকটি ইট। সেকেন্ডের ব্যাকরণ নিবিষ্ট চোখ প্রত্নতাত্ত্বিকের জানি ফলাফল নির্ধারিত তবু কেন এই অন্ধ সঞ্চালন!

  • অনিদ্রা

    এত ভাবনা কোথায় থাকে এত চিন্তা রাতে ঘুমের সময় নীরব বিশৃঙ্খলা টেবিলে পুরনো একটা গিটার নিয়ে ছোট্ট টেবিল ঘড়ি দেয়ালে হাঁটতে থাকে আমার বিচিত্র ছায়া। রাস্তায় এখন আর হাঁটছে না কোনো কুকুর কুকুরগুলো ঘুমিয়ে পড়েছে কোথাও না কোথাও সিটি বাজিয়ে শহরে ঢুকছে সিক্স ডাউন সিক্স ডাউনে চেপে কতদিন আমি যেতে চেয়েছি চিটাগাং! আমার মাথায় রাজ্যের…

  • চিরুনি

    বলতে চাই অনেককিছু কিন্তু কিছুই বলছি না রাগে একটা বেলুন হয়ে যাচ্ছি তবে ফাটছি না! ছোট একটা পাখি দেখে শান্ত হই আর মেঘ মেঘের কারাভান বৃষ্টির কথা ভাবি আর ব্যাঙ আহা, ডোরাকাটা সোনাব্যাঙ! একটা প্রজাপতি কী সুন্দর উড়ে যায় আর একটা মাছি মৌমাছি! বলতে চাই অনেককিছু কিন্তু কিছুই বলছি না! এই তো আয়নার সামনে এখন…

  • হাইব্রিড

    আমি অচেনা হয়ে যাচ্ছি কিংবা প্রজন্ম অচেনা হাতের আঙুল থেকে খসে পড়ছে নদী চোখে পাহাড়ের কোনো অর্থ নেই একটা ঘোড়া আমি বিস্মিত হয়েছি দেখে গর্তসমূহ! একটা ঘুঘু সঙ্গী ছাড়া নেমে এসেছে পথে মাঠে মাঠে সবুজ ডানা হাইব্রিড আমি অচেনা হয়ে যাচ্ছি সময়ে বুঝতে পারিনি আমি সারমর্ম বীজের!

  • পরী

    ঈশ্বর তাদেরকে একজোড়া ডানা দিয়েছেন তারা পরী তাদের পা আর হাত থেকে আর গলা থেকে শুকিয়ে গেছে শেকলের ক্ষতচিহ্নগুলো। যারা হতে চায়নি পরী, চেয়েছিল পাখি হতে অভিশপ্ত হয়েছে তারা আর তারা হয়েছে নিক্ষিপ্ত অগ্নিকুণ্ডে নরকের। পরীদের কণ্ঠ খুব সুরেলা তারা এখন গান গায় আর পানপাত্র নিয়ে ঘুরে বেড়ায় স্বর্গের টেবিল থেকে টেবিলে। পরী জীবন নিয়ে…

  • ভাত

    ইতিহাস নিয়ে কথা হচ্ছে পথে পথে বিকৃতি অবিশ্বাস অসামান্য অর্জনসমূহ কেন বারবার হচ্ছে বিতর্কিত? জড়ো করি টুকরো টুকরো আলো আমাদের অখণ্ড আলো ছিল না কোনোকালে! ইতিহাস নিয়ে কথা হচ্ছে ইতিহাস মানে দুবেলা দু-মুঠো ভাত এই ভাত নিয়ে কত কথা কত রক্তপাত আজো শুনি হাহাকার অসহায় নিরন্ন শিশু আজো কেন কাঁদে? উগড়ে দেওয়া বাণী ও বচন…

  • ফিরে যাচ্ছি

    আমি আমার স্কুলের রাস্তাটি দেখতে পাচ্ছি হাতে বইখাতা জ্যামিতি বক্স পরনে হাফ প্যান্ট সাদা শার্ট স্যান্ডেল পায়ে হেঁটে-যাওয়া এক কিশোরকে দেখতে পাচ্ছি সারি সারি বেঞ্চ ব্ল্যাকবোর্ড হাতে চকের গুঁড়ো আমি পরিষ্কার করছি হাত টিউবওয়েলের পানিতে! আমি নিজামভাইকে দেখতে পাচ্ছি আমি খাড়া রেখেছি কান ঘণ্টা শোনার আশায়! স্কুলের মাঠে উড়ছে ফড়িং কিছু আমি একটা ফড়িংয়ের পেছনে…

  • মায়া

    মেহেদী ইকবাল কবে কখন যে ভূমিষ্ঠ হয়েছিলাম। শুনেছি বৃষ্টি ছিল সেই রাতে কেউ হয়তো দিয়েছিল আজান, বৃষ্টি আর হাওয়া দাঁড়িয়েছিল পথরোধ করে হয়তো বেশিদূর পারেনি যেতে আগমনী বার্তা আমার। শুনেছি, আমার বাবা তখন ছিলেন রাজবন্দি ময়মনসিংহ কারাগারে ইনটিউশনে তিনি কি শুনেছিলেন আমার ওয়া-ওয়া কান্নার ধ্বনি? এরপর মায়ের কোল ছেড়ে আস্তেধীরে হাঁটতে শিখেছি, হাঁটতে হাঁটতে এতটা…

  • আসুক আবার বৃষ্টি

    মেহেদী ইকবাল এতক্ষণে বৃষ্টি তবে থামলো! বৃষ্টির সাথে প্রকৃতির কত কথা পাতারা মুখিয়ে ছিল, সবুজ বৃক্ষরাজি আর নদীর দুইপাড় জুড়ে যে-ঘাসের বন, তারা সব অপেক্ষায় ছিল। অপেক্ষায় ছিল মৃত্তিকার গভীরে গোপন গর্ভবীজ রোদে পুড়ে ক্লান্ত কাক আর দলবদ্ধ শালিকেরা সব! সমূহ কষ্ট ভুলে পানকৌড়ি তাকিয়েছিল আকাশের দিকে কাঙিক্ষত ছিল সবার সফল সঞ্চালন হাওয়ার। আজ বৃষ্টিশেষে…

  • অজস্র ঝর্ণার গান

    মেহেদী ইকবাল   যখন আকাশ মেঘে মেঘে ঢেকে যায় আর বজ্রপাত কেঁপে ওঠে গৃহস্থের মন! তুমুল বৃষ্টিতে ভিজতে থাকে সার্কাসের হাতি জননী হাতির সাথে হেঁটে যায় শৈশব ওই তো দেখা যায় চাঁদ, নাকি ঝুলে থাকা স্বপ্ন? পাহাড়ের ওপরে অবাক করা অশ্বারোহী, অব্যর্থ নিশানা তিরের। এখন এই অন্ধকারে দেখি নিদ্রামগ্ন মৎস্যকুল যখন নিমগ্ন ঢেউ কিছু উচ্ছ্বাস…

  • অভয়াশ্রম

    মেহেদী ইকবাল   অচেনা বিবর্ত থেকে বিষাদের অমত্মঃহীন স্রোত অসহায় ভেসে থাকা বিপন্ন প্রজাতির ঝাঁক! কুমিরের কথা থাক, ভিন্ন সে বৈরী প্রজাতি।   বরং মৎস্যের কথা বলি, আছে মৎস্যভুক অজস্র বোয়াল!   এসব থাকবে না কিছু, স্বসিত্মর নেওয়া যাবে দম এই স্বপ্নে বেঁচে থাকা, হয়তোবা যাবে দেখা   কাঙিক্ষত অভয়াশ্রম!