মেহেদী ইকবাল
-
আসুক আবার বৃষ্টি
মেহেদী ইকবাল এতক্ষণে বৃষ্টি তবে থামলো! বৃষ্টির সাথে প্রকৃতির কত কথা পাতারা মুখিয়ে ছিল, সবুজ বৃক্ষরাজি আর নদীর দুইপাড় জুড়ে যে-ঘাসের বন, তারা সব অপেক্ষায় ছিল। অপেক্ষায় ছিল মৃত্তিকার গভীরে গোপন গর্ভবীজ রোদে পুড়ে ক্লান্ত কাক আর দলবদ্ধ শালিকেরা সব! সমূহ কষ্ট ভুলে পানকৌড়ি তাকিয়েছিল আকাশের দিকে কাঙিক্ষত ছিল সবার সফল সঞ্চালন হাওয়ার। আজ বৃষ্টিশেষে…
-
অজস্র ঝর্ণার গান
মেহেদী ইকবাল যখন আকাশ মেঘে মেঘে ঢেকে যায় আর বজ্রপাত কেঁপে ওঠে গৃহস্থের মন! তুমুল বৃষ্টিতে ভিজতে থাকে সার্কাসের হাতি জননী হাতির সাথে হেঁটে যায় শৈশব ওই তো দেখা যায় চাঁদ, নাকি ঝুলে থাকা স্বপ্ন? পাহাড়ের ওপরে অবাক করা অশ্বারোহী, অব্যর্থ নিশানা তিরের। এখন এই অন্ধকারে দেখি নিদ্রামগ্ন মৎস্যকুল যখন নিমগ্ন ঢেউ কিছু উচ্ছ্বাস…
-
অভয়াশ্রম
মেহেদী ইকবাল অচেনা বিবর্ত থেকে বিষাদের অমত্মঃহীন স্রোত অসহায় ভেসে থাকা বিপন্ন প্রজাতির ঝাঁক! কুমিরের কথা থাক, ভিন্ন সে বৈরী প্রজাতি। বরং মৎস্যের কথা বলি, আছে মৎস্যভুক অজস্র বোয়াল! এসব থাকবে না কিছু, স্বসিত্মর নেওয়া যাবে দম এই স্বপ্নে বেঁচে থাকা, হয়তোবা যাবে দেখা কাঙিক্ষত অভয়াশ্রম!
