পাতায় লাগে পার্বণের নকশা তুমি আদিম উল্লাসে পাখা রাখলে নীলের কোলাজে। বিরহীর ভাষা বুকে নিয়ে হঠাৎ দেখলাম তুমি নেই আছো এক বিবর্ণ অন্ধকারে।