রেখা যেন শিল্পীর ব্যক্তিগত অক্ষর
-
রেখা যেন শিল্পীর ব্যক্তিগত অক্ষর
এই কোভিড মহামারির সময়ে, যখন মুঠোফোনে এক-এক করে মুছে ফেলতে হচ্ছে প্রিয় মানুষের নাম্বার, যখন দূরবর্তী জগতের মানুষ ছাপিয়ে ব্যক্তিগত নৈকট্যের বলয়ে মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে, তখন চিত্রক গ্যালারিতে জমেছিল ছবিপ্রেমীদের ভিড়। অনেকে সমবেত হয়েছেন, কেউ কেউ বন্ধুদের সঙ্গে অনেকদিন পর দেখা হবে বলে এসেছেন। সবার কাছেই খানিক স্বস্তিকর ছিল এই মিলনমেলা। এ যেন…