লালমোহন গাঙ্গুলী আর গড়পারের মানিক

  • লালমোহন গাঙ্গুলী আর গড়পারের মানিক

    লালমোহন গাঙ্গুলী আর গড়পারের মানিক

    একজনের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, আর অন্যজন প্রায় সাড়ে ছ-ফুট! একজনের ইংরেজির নমুনা – ‘দি সার্কাস হুইচ এসকেপড্ ফ্রম দি গ্রেট ম্যাজেস্টিক টাইগার’ (ছিন্নমস্তার অভিশাপ) আর অন্যজনের ‘ব্যারিটোন’ ভয়েসে নিখুঁত সাহেবি উচ্চারণে রবীন্দ্রনাথ তথ্যচিত্রের ধারাভাষ্য শুনে নাকি প্রাচীনপন্থীরাও বিস্ময়ে বলেছিলেন – ‘ছোকরা ইংরেজিটা সত্যিই জানে বটে, সাহেবদেরও জুতিয়ে দিয়েছে।’ আপাতদৃষ্টিতে কোনোই মিল নেই এই…