সর্বশ্রী বন্দ্যোপাধ্যায়

  • সুবর্ণ-রেখা সীতার ছিন্নমূল যাত্রা

    সর্বশ্রী বন্দ্যোপাধ্যায় ঋত্বিক ঘটক ১৯৬২ সালে তৈরি করলেন সুবর্ণ-রেখা (The Golden Thread)। সাধারণত গল্পের বিশেষ পক্ষপাতী না হয়েও আমরা  তাঁকে গল্প বলতে দেখলাম, কিন্তু তিনি এমনভাবে গল্প বললেন যে, তাঁর হাত ধরে অনেক কাকতালীয়তার মধ্যেও আমরা ইতিহাসকে প্রত্যক্ষ করলাম। সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, ‘…আজ স্পষ্টই বোঝা যায় ঋত্বিক ঘটকের পক্ষে এই ছবি ইতিহাসের সঙ্গে তাঁর নিজস্ব…