সুলতানের পঞ্চাশ বছরের শিল্পসৃজন নিয়ে প্রদর্শনী
-
সুলতানের পঞ্চাশ বছরের শিল্পসৃজন নিয়ে প্রদর্শনী
লালমাটিয়াসংলগ্ন ধানমণ্ডির সাবেক ২৭ নম্বর সড়কের বাড়িটি অনেক বদলে গেছে। এর নিচতলায় এখন বেঙ্গল বই ও বেঙ্গল ক্যাফেটেরিয়ার জায়গা হয়েছে। বইপ্রেমী আর আড্ডাপ্রিয় মানুষের প্রাণবান ভিড় এড়িয়ে সিঁড়ির কয়েকটি ধাপ পেরিয়ে দোতলায় উঠলে কম ভিড়ের আরেকটি ক্যাফে! এর পেছনে সামান্য এগোলেই বেঙ্গল শিল্পালয়। এখানেই বাংলার বরেণ্যশিল্পী এস এম সুলতানের (১৯২৩-৯৪) পঞ্চাশ বছরের চিত্রকর্মের সঙ্গে তাঁর…