বাংলার জয়, বাঙালির জয়। এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঙালির ছেলেরা উৎসব মাতিয়ে রেখেছেন। সিনেমায় নিয়ে এসেছেন নতুন ভাষা। প্রতিযোগিতা বিভাগে সারা পৃথিবীর ছবিকে টক্কর দিয়ে বাঙালি তরুণ পরিচালক ঈশান ঘোষের ঝিল্লি ছিনিয়ে নিয়েছে সেরা ছবির পুরস্কার। ঈশানের এটি ডেব্যু বা জীবনের প্রথম ছবি। কিন্তু প্রথম ছবিতেই তিনি মন জয় করে নিয়েছেন দেশ-বিদেশ থেকে আসা জুরিদের…