জোবায়ের মিলন

  • ওমরান দাকশিনের জন্য

    জোবায়ের মিলন   অবনত হও পৃথিবী দাম্ভিক অহমিকা থেকে নেমে এসে মিশে যাও পায়ের স্যান্ডেলে, ঝরা পাতার ধূলিকণায়, নগণ্য ভাগাড়ে। প্যাগোডা, গির্জা, মসজিদ, মন্দিরে মানায় না তোমায়। শিশুরক্তে রঞ্জিত তোমার হাত, দাঁত, লালসান্বিত চোখ।   ‘ভদ্র বিশ্ব’ বলে যাকে তুমি দাও সন্তান স্বীকৃতি তোমার সে-সন্তান বিকৃত লোভে বিনষ্ট বীজ তার থেকে জন্ম নিচ্ছে অযুত নিযুত…