সোমনাথ রায়

  • প্রতিধ্বনি

    (শতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে) তোমার বাড়িটা দেখে এলাম ধানমন্ডিতে, কত নিরাপত্তা জলের বোতলটাও নিতে দিলো না, ক্যামেরা মোবাইল জমা রেখে, ছবি তুলে ফটক পেরোতে গুমরে উঠল ভেতরটা জাদুঘরে ইতিহাস ছড়ানো রয়েছে, সেই স্বর, যা শৈশবে বেতারতরঙ্গে ভেসে এসে আমাদের রক্তে আগুন দিয়েছে নিষেধ অমান্য করে কাটআউট স্পর্শ করতে থমকে দাঁড়িয়েছি দীর্ঘাঙ্গীর মাথাভর্তি কাঁচাপাকা…