পার্থ বন্দ্যোপাধ্যায়
-
আমেরিকার জীবন – স্বপ্ন, দুঃস্বপ্ন
দুঃস্বপ্নের দিনরাত্রি আমার বউ মুক্তিকে এইমাত্র ওরা নিয়ে গেল সার্জারি ওয়ার্ডে। স্ট্রেচার ঠেলে নিয়ে গেল অপরিচিত কয়েকজন মহিলা। নার্স। তাদের মাথায় অপারেশন থিয়েটারের ক্যাপ। পরনে সার্জিক্যাল রোব। তাদের চোখে জরুরি অবস্থার ভাব। ভীষণ, ভীষণ সিরিয়াস। মুক্তি সম্পূর্ণ অচেতন। ও জানে না, কী হচ্ছে। জানি না, ওকে আর দেখতে পাব কিনা। স্ট্রেচারের কাঠামোতে লাগানো স্টিলের রড…