হাবিবুল্লাহ রাসেল

  • সিধু-কানুর দ্রোহ

    সিধু-কানুর দ্রোহ

    (রকিবুল হাসান নিটোল ও সানজিদা বহ্নিকে) লিচু বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা মানে – আমি, কৃষ্ঠু হাঁসদা আর হাঁসদার কোলের বাচ্চাটা। আমাদের পরিচয়ের বয়স বড়জোর দেড় ঘণ্টা। এইটুকু পরিচয়ে হাঁসদা আমাকে নিয়ে এগিয়ে চলছে, আর আমিও ওর পিছু পিছু পা ফেলছি। কিন্তু জনশূন্য এই লিচু বাগানটা যাতায়াতের পথ হয় কীভাবে সেটাই আমার মাথায় আসে…