পলাশ দত্ত

  • অকবিতা

    পলাশ দত্ত   এক বৃষ্টির মতো অন্ধকার; বাতাসে বিলীন হতে-হতে   একটা শাদা সকালে; স্বেচ্ছায় আবার, সূর্য হয়ে ফোটে;   দুই মরণোত্তর ছাউনির এক প্রামেত্ম, বসে নশ্বর নীরবতা।   বছরামেত্ম দেখে, তুমি নাই; অনমত্ম নিঃসঙ্গতা।   তিন শামত্ম ঠান্ডা সকালে; সামান্য পশ্চিমে অনিচ্ছুক হেলে;   অলস বৃমত্ম-দোলায় আগুন দিলে, অনিবার্য খরায়…