মোহাম্মদ শামছুজ্জামান

  • বিমূর্ত ক্যানভাস

    মোহাম্মদ শামছুজ্জামান তরল আঁধারের বলয় ছেড়ে সিঁড়ি ভেঙে উঠে যাই লুকিয়ে থাকা আলোর রেণুগুলো খেলা করে প্রজাপতির মতো চারপাশে, নিঃসঙ্গ বাতাস দেয়ালের কার্নিশে হিমধরা ভয়ে জেগে থাকে, এগিয়ে আসে কোলাহলহীন অস্তিত্বের সংকট মোমের মতো গলে যায় একটু একটু করে নিয়নের বাতি। জমাট অন্ধকারে ভেজা কার্পেটের আলতো ছোঁয়ায় রক্তকণিকা চঞ্চলমতি হয়ে ঝর্ণার স্রোতে বাইতে চায় কী…

  • ভালোবাসার পাঠ

    মোহাম্মদ শামছুজ্জামান   আর কতবার জাগালে তুমি ভালোবাসার ঢেউয়ে পাঠ দেবে! এখন তো প্রদোষ শেষে সানবাঁধানো ঘাটে যাওয়ার সময় সব উপলক্ষ শেষ হলে আর কোনো বাহানা থাকে না থাকে শুধু ‘মুখোমুখি বসিবার’ দায়হীন খেলা, এখন লাল পিঁপড়েরা শবদেহ নিয়ে ভারাক্রান্ত প্রণয়পথে মড়া আর শকুনেরা বিছিয়ে থাকে, তখন আর কেউ নেই ফেলে আসা স্মৃতিচিহ্ন-পথে মরীচিকাময় দীর্ঘশ্বাসগুলো…