Abdul Matin Sarker

  • তাঁর ছবিতে চোখ

    আব্দুল মতিন সরকার জানি আমি জানি সখী যদি আমাদের দোঁহে হয় চোখাচোখি সেই পরজন্ম পথে দাঁড়াব থমকি১ কবির সারাজীবনের সাধনার ধন, তাঁর মানসপ্রিয়া যদি পরজন্মেও মূর্তিমতি হয়ে উপস্থিত হয়, লক্ষ-কোটি মানুষের মাঝেও কেবল দুটি চোখ দেখেই তাকে চিনতে সমর্থ হবেন। কী তীক্ষ্ণ, তীব্র, অন্তর্ভেদী এ-চোখের দৃষ্টি। আর কি আকর্ষণীয়, জাদুভরা কবির ‘মানসসুন্দরী’র মনোহারিণী চোখ –…