মাছের চোখের ভেতর খেলা করে জলের জীবন। জন্ম থেকে জীবনের উৎসজল। জলের অলিগলিতে মাছের যাতায়াত। মা মাছ কিংবা মাছের ঝাঁক চেনে না জালের ফাঁদ। সাঁতারের প্রতিযোগিতা চলে পাখনা ও লেজের শক্তিতে। মাছের শ্রবণশক্তি প্রখর। যদিও কান পাতে না মানুষের সমালোচনায়। মৃত মাছের বাজারে মানুষের পকেট গরম আর ঠোঁট গরম। কোনো জীবিত মাছ এই সব দেখে না বলে দুঃখ-শোক কিছু নেই। জলে মৃত মানুষ মাছের খাদ্য আর মৃত মাছ মানুষের খাদ্য হয়ে ওঠে। আলো-আঁধারির জলকেলিতে মাছের জীবন পাঠ। চেনা পথে অচেনা জালে মাছের মৃত্যু মিছিল।

Leave a Reply
You must be logged in to post a comment.