চিত্রশিল্পী নাইমা হক শিশুতোষ চিত্রাঙ্কন ও গ্রাফিক ডিজাইনে বিশেষ দক্ষতার জন্য সুপরিচিত। তাঁর পেনসিল স্কেচ ও সংবেদনশীল বর্ণ ব্যবহারে মূর্ত হয়ে ওঠে মানবিক মূল্যবোধ, সামাজিক বাস্তবতা ও রাজনৈতিক সংকট। ‘স্মরণ’ সিরিজসহ তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগ্রহে সংরক্ষিত রয়েছে। তাঁর শিল্পকর্ম আন্তর্জাতিক Imago Mundi
Collection-এর অন্তর্ভুক্ত। শিশুতোষ বইয়ের চিত্রনাট্যকার হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে।
তিনি বাংলাদেশ কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটস, ঢাকা থেকে ১৯৭৮ সালে বিএফএ সম্পন্ন করেন। পরবর্তী সময়ে ভারতের মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি অফ বরোদা থেকে ১৯৮৩ সালে এমএফএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে নেদারল্যান্ডস থেকে গ্রাফিক ডিজাইনে ফেলোশিপ করেন নাইমা হক। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষকতা করেছেন। একই সঙ্গে তিনি তাঁর সৃজনশীল চর্চা চালিয়ে গেছেন। তিনি দেশ-বিদেশে বহু একক ও যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।
নাইমা হকের জন্ম ১৯৫৬ সালে ঢাকায়।
প্রচ্ছদের চিত্রকর্মটি ২০০৬ সালে অ্যাক্রিলিকে আঁকা। সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।


Leave a Reply
You must be logged in to post a comment.