সময়ের হাতে চাবিকাঠি

শামসুল ফয়েজ

 

সময়ের হাতে চাবিকাঠি।

কী দেবে সময়? আকাশ না মাটি?

 

সময় পালটায়, প্রীতি হয়ে যায় স্মৃতি।

ঠুনকো অজুহাতে ঘটে সম্পর্কের ইতি।

বন্ধু হয়ে যায় সুযোগসন্ধানী আততায়ী।

হিংসার ইন্ধনে প্রিয়জন হয়ে পড়ে

ড্রাকুলার মতো রক্তপায়ী।

 

সময়-ই নির্ধারণ করে দেয় স্বজন – দুর্জন।

না চাইলেও মানতে বাধ্য সময়ের প্রয়োজন।

 

যত মনোহর হোক ফুলের অর্জন,

তাঁকেও কাঁপিয়ে দেয় বজ্রের গর্জন।

প্রজাপতির আঙ্গিকে হাত ধরে পিশাচ-গর্গন।

Published :


Comments

Leave a Reply