আরিফুল হাসান
-
হেলাল হাফিজ : মৃত্যুর চেয়ে বড়
হেলাল হাফিজকে নিয়ে লেখার দূরতম সামর্থ্যও আমার নেই। ঘাসে শুয়ে আকাশ দেখার মতো তাঁকে দেখেছি। দূর থেকে, ভার্চুয়াল – তবে অনাত্মীয় অনুভব করিনি কখনো। বাংলা সাহিত্যের কিংবদন্তি এই কবিও নিজে কবিতা থেকে নির্বাসনে থাকার পরেও কবিতাকর্মী কোনো অনুজকে অবজ্ঞা করেননি। এটাই মহানদের বিশালতা। আর এই বিশালতা বুকে নিয়ে কীভাবে প্রশান্ত মহাসাগরের মতো মান, যশ, খ্যাতি,…