সালেহ উদ্দিন আহমদ

  • শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং একটি নোলকের গল্প

    শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং একটি নোলকের গল্প

    সাহিত্যটা মোটামুটি বুঝতাম, শিল্পকলাটা মাত্রও না। তবু ভাগ্যক্রমে একজন খুব বড় শিল্পীর সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচয় হয়ে গেল। ডাকসুর ম্যাগাজিনের জন্য তিনি একটি ছবি এঁকে দিলেন। মুষ্টিবদ্ধ হাতে জনতার মিছিল। উপরে লাল-কমলা রঙে বিস্তীর্ণ আকাশ। ফাইনাল প্রোডাকশনে দেওয়ার আগে ছবিটি আবার দেখলাম, মতিঝিল বাংলাদেশ কোঅপারেটিভ প্রেস অফিসে বসে। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। ছবির নিচে শিল্পীর…