সোমা সেন
-
সকলের আশ্রয়-মা
তিনি ছিলেন সকলের মা। পরম আশ্রয়স্থল। মদিনা বেগম, মদনিন্নিসা, মদ্যইনা – মদনমঞ্জুরী – বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের স্ত্রী। বাবাও যেমন শুধু ছাত্রছাত্রীদের বাবা ছিলেন না – সারাদেশই তাঁকে বাবা বলে জানে, মাও তেমনি সকলের মা। বাবা ছিলেন আশুতোষ, রুদ্র। ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট। মা ছিলেন মেদিনীর প্রতিমূর্তি, সর্বংসহা মা অন্নপূর্ণা। বাবা দিতেন শিক্ষা – মা…