রুডইয়ার্ড কিপলিং অনুবাদ : তামান্না আক্তার যদি তুমি তখনো শান্ত থাকতে পার যখন সবাই অনবরত তোমাকেই দোষ দেয়। যদি তুমি নিজেকে বিশ্বাস করতে পার, তখনো যখন সবাই তোমাকে সন্দেহ করে; যদি তুমি অপেক্ষা করতে পার এবং ক্লান্ত না হও, অথবা মিথ্যাচারের মুখে পরেও মিথ্যাবাদী না হও, কিংবা ঘৃণার সম্মুখেও প্রশংসা করতে পার, তবুও নিজেকে জ্ঞানী…