কালীকৃষ্ণ গুহ

  • জামতলা

    কালীকৃষ্ণ গুহ এইসব কথা থেকে দূরে চলে যেতে হবে একদিন এই কথা ভাবি মাঝে মাঝে সূর্যালোক হয়েছে বিলীন। সরলতা, তুমি ঘর বাঁধো আমাদের মর্মে, কবিতায় বিচ্ছেদের কথা যেন থাকে বিস্মৃতির কালের ধারায়। জটিল হয়েছে বোঝাপড়া জটিলতা ঘিরে অস্তাচল – এখানে দাঁড়াই কিছুক্ষণ ব্যর্থতাও বস্তুত সরল। অনেক কথার ভার নিয়ে পথে পথে ঘোরে ফেরিঅলা – কোনদিকে…