থিয়েটার-এর পঞ্চাশ বছর

  • থিয়েটার-এর পঞ্চাশ বছর

    থিয়েটার গোষ্ঠী ভেঙে দু-ভাগ হলেও সদর্পে পঞ্চাশ বছর টিকে আছে কবীর চৌধুরী, আবদুল্লাহ আল-মামুন, ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদারের মূল থিয়েটার গোষ্ঠীর মুখপত্র নাট্যত্রৈমাসিক পত্রিকা থিয়েটার। ১৯৭২-এ যে তরুণ নাট্যকর্মীর সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়েছিল এই পত্রিকা, আজ আশির ঘরে পা দিয়েও সেই তরুণসম রামেন্দু মজুমদারের নিপুণ হাতেই সম্পাদিত হয়েছে থিয়েটারের পঞ্চাশ বছর পূর্তি সংখ্যা (ডিসেম্বর ২০২১)।…