মাহমুদ কামাল

  • আসে যায় মাঝখানে সামান্য সময়

    মাহমুদ কামাল   আসে যায় মাঝখানে সামান্য সময় এর মাঝে ঝর্ণাধারা এর মাঝে ঢেউহীন নদী যখন অচেনা সুর বেজে ওঠে বিকল্প বাগানে শোক তাপ তুলে রেখে ভ্রমণে – বিষাদ জাগে ভোর অপাপ ভোরের শুচিস্নিগ্ধ হয়ে উঁকি দেয় রোদ জীবন-যতির ছায়ায় অতিদ্রম্নত বিকেলের নদী বিকেল পড়ন্ত হয়ে ঢেউগুলো নীরব সন্ধ্যায় রাতের যৌবনধ্বনি স্রোতনদী ভেঙে দেয় বৃতি…

  • সকল আহবান গ্রহণীয় নয়

    মাহমুদ কামাল   দরোজার কার্যকারণ ভিতর-বাহির শুধু আহবান নয়, দরোজা নিষেধও করে সেইমতো সকল আহবান গ্রহণীয় নয়। একটাই দরোজা তোমার, বন্ধ ঘর – তবু আহবান কখনো সচল হয়ে হেঁটে আসো ঘরের বাইরে আদর্শহীনের মতো ফিরে গিয়ে বন্ধ করো আলোকবর্তিকা উপেক্ষার ক্ষত নিয়ে নিষেধকে রসায়ন করে তোমার দরোজা দিয়ে প্রবেশ করেও যদি দূরীভূত হই অতিক্রমণের অসামান্য…

  • ছাই জমা হোক

    মাহমুদ কামাল   তবু কিছু ছাই জমা হোক ছাইচাপা ক্রোধ থেকে যতই অবজ্ঞা করে বলে ওঠো – দূরছাই ছাইভস্ম থেকে দ্রুত উঁকি দিতে পারে একতিল সোনা। কাঠে যদি ঘুণ ধরে যায় তাকে পুড়ে ছাই করা ভালো কাগজকুচির যত মূল্যহীন লেখা দূরছাই বলার আগেই সন্দীপন করা ভালো যদি সেই ছাইভস্ম থেকে উঁকি দেয় আলো ছাইচাপা ক্রোধের…

  • আড়াল-সৌন্দর্য

    মাহমুদ কামাল   ছন্দকে সরিয়ে কিংবা বের করে দিলে কবিতা শরীর হয় আড়াল সৌন্দর্য ধ্বনিসাম্য ব্যতিরেকে অর্থহীন শব্দগুচ্ছ প্রায়োগিক প্রকৌশলে যতই নিপুণ হোক অরণ্যসংকুল পথে ঘটে বিড়ম্বনা। অস্থিতির স্থিতিস্থাপকতা টুকরো সুতোকে যদি প্রাকৃতদর্শন থেকে ছন্দের ভেতর বাড়ি স্রোতস্বিনী করে সংবিৎ প্রত্যয়সহ জীবনের গতি ও প্রগতি আড়ালকে উড়ালের সাথে নিয়ে যায় আকাশভ্রমণে   ছন্দহীন শব্দগুচ্ছ আর…

  • তুমি গুপ্তধন

    মাহমুদ কামাল   খুঁজে খুঁজে যা পেলাম তা প্রার্থিত শরীর নয় একটি কংকাল ওই কাঠামো থেকে নিঃশ্বাস বেরিয়ে গিয়ে সৌন্দর্যের নিসর্গ-নিচয় শিকড়ে প্রোথিত। মাটি খুঁড়ে কেউ পায় সোনাদানা তেল কিংবা তিল দু-বুকের চিরচেনা তিল খুঁজতে গিয়ে যে-কংকালটি মাটি স্ফুরে এলো লাবণ্য-লতিকা আর তিলের প্রান্তিকে অন্বেষণে যা পেলাম তার প্রতিস্থাপনায় অন্য এক ছবি। আলোক চিত্রণের বিপরীতে…

  • ছন্দবিষয়ক

    মাহমুদ কামাল ভেঙে পড়ে নাকি ভাঙে কৌশল স্থিতাবস্থাকে সার্বভৌম ছন্দ তবু দ্রুত আপনাকে অধিকারে আনে সকল মহিমা ঘুচিয়ে দ্বন্দ্ব পারক্যবোধে চলনে-বলনে নিপুণ ছন্দ ভরা নদী দ্রুত বয়ে চলে তার স্রোতের টানে ঢেউ এর ছন্দ তথাকথিতরা কতটুকু জানে ছন্দকে আমি শাসন করেছি প্রবল প্রভাবে যতই বন্দি ছন্দহীনতা যাদের স্বভাবে মিথুন মুদ্রা মুগ্ধনিচয়ে মুগ্ধচিত্তে তোমার শেকড় আষ্টেপৃষ্ঠে…

  • শব্দবিষয়ক (কবি শক্তি চট্টোপাধ্যায়কে নিবেদিত)

    মাহমুদ কামাল যথাশব্দ শব্দহীন নয় শব্দের বিবাহ যদি হয় শব্দবিদ্যা তখন অক্ষয়।   সারাদিন যত ধ্বনি ঠোঁটে সেভাবেই গাছে ফুল ফোটে সেভাবেই সূর্য হেসে ওঠে।   সে-হাসির অন্তরালে কেউ সে-হাসির অন্তরালে ঢেউ সে-হাসির অন্তরালে সে-ও।   তার নাম খুঁজে বের করো যদি কাঁপে দৃঢ় অন্তরও না পারলে কণ্ঠ চেপে ধরো।   সাধিত জীবন সেই মতো…

  • বদলে যায় পথের প্রকৃতি

    মাহমুদ কামাল পাড় ভাঙতে ভাঙতে কত পথ নদী হয়ে গেল চলতে চলতে কত বন্ধু বন্ধুর পথের মাঝে ভেঙে দিলো প্রীতি জীবনযাপনের নানা চক্রযানে দুর্ঘটনা সাক্ষী হয় কৌশলের কাছে যেমন ঝড়ের পর তাণ্ডবের চিহ্নসূত্রগুলো ক্ষতিকেই বৃদ্ধি করে দ্রুত তেমনই বন্যার পর শুশ্রƒষার মতো পলিমাটি বর্ণময় করে তোলে পার্থিব জীবন পাড় ভাঙতে ভাঙতে যত পথ নদী হয়ে…