মোস্তফা অভি

  • ছিন্নমূল মানুষের বেঁচে থাকার কান্না

    মোস্তফা অভি   প্রশান্ত মৃধা ডুগডুগির আসর উপন্যাসে সমকালীন রাজনৈতিক আবহের সঙ্গে সঙ্গে নাগরিক নিম্নপেশার মানুষের শ্রেণিচেতনা, বঞ্চনা, প্রেম এবং জীবন-জীবিকার কথা বলেছেন।  এ-উপন্যাসে তিনি মজমাওয়ালা, খেলাওয়ালা, ক্যানভাসার পেশার মানুষের অনবদ্য যে-জীবনচিত্র এঁকেছেন তা যে-কোনো পাঠককে আগ্রহী করে তুলবে। উপন্যাসের পস্নট বাগেরহাট আদালত চত্বর থেকে শুরু হয়ে বাগেরহাট লঞ্চঘাট, নাগেরবাজার, মোরেলগঞ্জ, ফকিরহাট, পিরোজপুরের মংলা রোড,…