হাসান হাফিজ

  • জীবনের ক্লোরোফিলে রোদে

    হাসান হাফিজ বনেই ফোটে না শুধু ফুল আমরা জানি ভুল হয়ে মনেও সে ফোটে রাতের কুহেলি ছিঁড়ে চমৎকার নবজাতকের মতো ক্রন্দনে জানান দিয়ে আলুথালু সূর্যও তো ওঠে রোদ্দুর গড়িয়ে পড়ে শিশু রোদ আলো মুঠি মুঠি এতক্ষণে আঁধারের পর্ব শেষ আপাতত লম্বাটে বিশ্রাম নিরঙ্কুশ ছুটি কবিও কি ছুটি চায় গুটিগুটি পায়ে চলছে স্বপ্নশিশু তার কবি তো…

  • জীবন-শরীর নিয়ে বস্তুত বিপাকে

    হাসান হাফিজ শরীর তো এক প্রকার সরীসৃপই। পুষ্টি ওম শর্করা আমিষ চর্বি েস্নহমার্কা নানারূপ খাদ্য তার চাই, আরো চাই বিপরীত শরীরের লুণ্ঠন কিংবা উপভোগ, রীতিনীতি নৈতিকতা হয়ে ওঠে বাধার প্রাচীর কোনো লঙ্ঘনের ইচ্ছা কাম জেগে ওঠে মনেরই নিভৃত কোণে, যার কোনো ব্যাকরণ ঔচিত্য বা অনৌচিত্য বোধ ইষ্টানিষ্ট জ্ঞানগম্যি নাই… জীবন তো একপ্রকার খোলামকুচিই। বানের প্রবল…