অতনু ভট্টাচার্য্য

  • দুটি কবিতা

    অতনু ভট্টাচার্য্য   কৃষ্ণ সত্মব্ধতার মাথায় উঠে কাঁপে। তাল সুরের সাথে নাচবে তাই এটুকু দেখভাল। আঁচলে গিঁট দিয়েছে আর মনের ধুকপুক হাস্নুহানা গন্ধ-মাখা সোনারসিন্দুক!   এবং যদি তাকিয়ে চোখ, পলকে-অপলকে গুপ্তধন মিলতে পারে অশ্রুবিভালোকে।   সত্মব্ধতাও রমণী হয়! কাজল পরা চোখ চাইছো যদি কৃষ্ণ হওয়া – সামান্য দুর্ভোগ!   ঢেউ সেই      অজানা দ্বীপে যেতে হবেই…