অথির শেরপা

  • কিশোরীফুল

    অথির শেরপা কিশোরীফুল, শোনো, তরল আগুন খেয়ে আমি আমার নামটারও সম্পূর্ণ অধিকার ফলাতে পারিনি। তবে আমার সজল চোখ আর বেকার হৃদয়ের কী হবে? কিশোরীফুল তুমি কি শীতকাল আসার আগাম ঘ্রাণ হয়ে ছড়িয়ে যাচ্ছ চারদিকে – রটিয়ে যাচ্ছ কুয়াশাবিস্তার – ভাব ও ভাষা এই অপ্রতিরোধ্য শীতে কোন অদৃশ্য কলিংবেল বেজে বেজে ওঠে সাধ আর সাধ্যের মাঝখানে…