অনুবাদক : হায়াৎ মামুদ

  • উদ্ভট এক মানুষের স্বপ্ন : অলীক এক কাহিনি

    ফিওদর দস্তইয়েফ্স্কি (১৮২২-৮১) অনুবাদক : হায়াৎ মামুদ আমি ভাঁড়জাতীয় লোক। মানুষ এখন আমাকে পাগলই বলে। এতে আমার পদোন্নতিই হলো বলা যায়। কারণ, বরাবরের মতো আমি আর ওদের হাসির খোরাক বলে এখন আর গণ্য হচ্ছি না। আমি তাতে আজকাল কিছু মনে করি না – এরা সবাই আমার হৃদয়ের কাছের মানুষ – এমনকি আমাকে নিয়ে যখন হাসাহাসি…