অমিতাভ চট্টোপাধ্যায়

  • বুক

    বুক

    পাসকোর্সে বি.এ. পাশ করে, রুবাই তখন ফ্যা-ফ্যা করে ঘুরছে। সদ্য বাবা মারা গেছে। মায়ের উইডো পেনশনের অতিসামান্য কটা টাকায়, তিন তিনটে মানুষের ভরণপোষণ করতে-করতে, সংসারের দুচোখে তখন নিকষ কালো অন্ধকার। চাকরির কমপিটিটিভ পরীক্ষা আজকাল কোথায়! অবশ্য, তাতে বসলেও রুবাই পাশ করত কিনা সন্দেহ। ছাত্র হিসেবে সে অতিসাধারণ। রোজগারের ধান্দায় রুবাই তখন বাড়ি-বাড়ি মনিহারি জিনিসপত্র বেচে…