অরিজিৎ ভট্টাচার্য্য

  • একটি বৃহত্তর বৃত্ত

    একটি বৃহত্তর বৃত্ত

    ‘Documenta’ হলো সমসাময়িক শিল্পের একটি প্রদর্শনী, যা প্রতি পাঁচ বছর অন্তর জার্মানির কাসেল শহরে অনুষ্ঠিত হয়। এটি ১৯৫৫ সালে শিল্পী, শিক্ষক এবং শিল্পতত্ত্বাবধায়ক আর্নল্ড বোড শুরু করেছিলেন। এর প্রধান লক্ষ্য ছিল, নাৎসিবাদের সাংস্কৃতিক অন্ধকারকে নির্বাসনে পাঠিয়ে আধুনিক শিল্পের কেন্দ্র হিসেবে জার্মানিকে গড়ে তোলা। আন্তর্জাতিক শিল্পমহলে প্রতি পাঁচ বছরে ১০০ দিন ধরে আয়োজিত এই শিল্প-প্রদর্শনী সমকালীন…