অরুণাভ সরকার

  • স্বচ্ছ কাচ

    অরুণাভ সরকার   প্রজাপতি মাথা কোটে জানালার কাচে প্রজাপতি স্বচ্ছতা জানে না স্বচ্ছতা জানে না বলে মাথা কোটে ভাবে, ওই তো রয়েছে তার কাঙ্ক্ষিত আকাশ এক্ষুনি সে উড়ে চলে যাবে। আকাশ আকাশে থাকে জানালায় থাকে স্বচ্ছ কাচ প্রজাপতি মাথা কোটে স্বচ্ছতায়, কাচে প্রজাপতি স্বচ্ছতা জানে না বলে মাথা কোটে। প্রজাপতি মাথা কোটে জানালার কাচে।

  • অবাক! অবাক!!

    অরুণাভ সরকার পৃথিবী বিস্ময়ে ভরা ব্যাবিলনের বাগান আর মস্কোর ঘণ্টা মিশরের পিরামিড মমি করা সুন্দরীর দেহ সবই খুব বিস্ময় জাগায় বিস্ময় জাগায় নদী সাগর, পাহাড়, বনভূমি সমস্ত পৃথিবী ভরা এরকম অপার বিস্ময় তবু প্রশ্ন উঠেছিল, আপনার বিস্ময়ে কীসে? যুধিষ্ঠির বলেছিলেন, মরণশীল মানুষও নিজের মৃত্যুর কথা ভাবে না কখনো। অনেকেই ভাবে না, সত্য কিন্তু কেউ কেউ…

  • শীতের রাতে

    অরুণাভ সরকার এসো, আর বিন্দুমাত্র বিলম্ব করো না আকাশে এখন কোনো সোনা নেই, বহু আগে ঝরে গেছে। রাগে গর্জাতে গর্জাতে উত্তরের বায়ু ছুটে আসে। ত্বক চাটে। পরমায়ু টেনে ছিঁড়ে খায় অন্ধকারে, থাবায় থাবায় তাই এসো, আর কোনো বিলম্ব করো না হাতে গোনা এই তো সময়। আগে-পরে দিন ছোট দিন, তারও দাবি সীমাসংখ্যাহীন সে-দাবি মেটাতে হয়…