অর্পিতা বন্দ্যোপাধ্যায়

  • তোমার বাড়িয়ে দেওয়া হাত

    অর্পিতা বন্দ্যোপাধ্যায় তোমার বাড়িয়ে দেওয়া হাত ছুঁয়ে দিতে চাইনি কখনো শুধু বুঝে নিতে চেয়েছি প্রতিরোধগুলো, যে-রোদ স্তব্ধ করে লেবুফুলের একা নির্জনতা সে-রোদে পুড়ে তামাটে হয়েছে হাত ও-হাতের আড়াল ভেঙে ডিঙোবে না নির্জন দুপুর ও-হাত জানে নির্জনতা মানে কিছু অলীক সংলাপ ও-হাত জানে অন্ধকার লেখা আছে হাতের তালুতে, ওই প্রসারিত হাতে মূল্যহীন কিছু অমূল্য দায়, হাতটা…

  • পসরা

    অর্পিতা বন্দ্যোপাধ্যায়   আমার ভিতরে বাজার বসে রোজ জমজমাট কেনা-বেচার ভিড় অনেক কিছুর সঙ্গে বিক্রি হতে থাকি আমিও একটু একটু রোজ প্রচলিত বেঁচে থাকা ব্রণ-ওঠা আধখানা মুখ বিক্রি হয়েছে কোন কালে! কবে কোন ফুটের দোকান থেকে কেনা হলো ছেঁড়া পাতা রবিঠাকুরের গান দোকানি মূল্য নিল অকীক পাথর তারপর কত কাল কত ফুটপাত আমার ভিতরে আমি…