অশুভ আনন তব

  • অশুভ আনন তব

    অশুভ আনন তব বারবার ভেসে ওঠে পটে চেয়ে দেখি, ধু-ধু বালিরাশি মৃত সরীসৃপগুলি ছড়ানো চারদিকে যত অণু, যত পরমাণু এই শরীর গড়েছে, এই প্রকৃতি গড়েছে তাহাদের অন্তরে আজ শঙ্কা জেগে ওঠে তাদেরও কি মন আছে আমাদের মনের মতন? ছায়া পড়ে, কেঁপে কেঁপে ওঠে, ভেঙে যায় ওরা কি বিদ্রোহ করে? অশুভ আনন দ্যাখে? চারদিকে ঘন ঘোর…