আদিবাসী জীবনের বৈচিত্র্যময় আখ্যান

  • আদিবাসী জীবনের বৈচিত্র্যময় আখ্যান

    হাত হায়তো গড় নেখে খেঁচা হায়তো মুড়া নেখে আবেদিনকে আগে দানে পালে, গিলকে খাত্রলা। অর্থাৎ, ‘হাত আছে গলা নাই, শরীর আছে মাথা নাই; সামনে যদি মানুষ পায়, অমনি ধরে গিলে খায়।’ ধাঁধার আসর বসেছে তুরিদের গ্রামে। ধাঁধার উত্তর খুঁজে না পেয়ে কেউ-বা মাথা চুলকাচ্ছে, কেউবা জেতার আনন্দে মুচকি হাসছে। ধাঁধার লড়াইয়ের ফাঁকে ফাঁকে চলছে ঢোল-মাদল…