আমায় নিয়ে লিখো

  • আমায় নিয়ে লিখো

    একটা পদ্য লিখো তো – বেশ বড়সড় একটা পদ্য, মহাপ্লাবনে ভেসে যাওয়া নুহের নৌকার মতো বিশাল। সেই পদ্যে আমায় ঠাঁই দিও, অন্য সবার মতো জোড়া নয়; একাকী থাকব আমি – ইচ্ছে হলে তুমি জোড়া মিলিও। অনন্তকাল ভাসতে থাকব তোমার পদ্য-তরীতে সকাল বিকাল রাতে ক্ষুধা তৃষ্ণাহীন আমৃত্যু। আমার জন্য একটা পদ্য লিখো। না হয় খুব দামি…