আমীর খসরু স্বপন

  • একটি কাব্য : পাঠ ও বিবেচনা

    আমীর খসরু স্বপন   বিবরের গান বিমল গুহ আজমাইন পাবলিকেশনস ঢাকা, ২০১৫ ১৫০ টাকা   আলোচনার শুরুতেই বলতে চাই, ‘জনপ্রিয়’ কবিদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সেরূপ ‘নির্জনতা প্রিয়’ শব্দটা বিমল গুহ সম্পর্কে বেশ আক্ষরিকভাবেই প্রযোজ্য। কেননা, রচনা ও প্রকাশের গতানুগতিক পথে তিনি হাঁটেননি। কথাটা স্পষ্ট হবে, তাঁর কাব্য-জীবনের ঘটনাবলি তুলে ধরা হলে। এখানে সে-সুযোগ নেই…