আরিফ মঈনুদ্দীন

  • আশাবাদ

    আরিফ মঈনুদ্দীন   লোকায়ত কথা উঠে আসে চারদিক থেকে কার কথা? কে যে বলে এইসব বাতাসের রথে চড়ে জিনের বাদশার প্রত্যুদ্গমনে অদৃশ্য যে-আয়োজন বিরাট জনসভার অদৃশ্য শামিয়ানায় ঢেকে রাখে জনতার ছায়া – জনতার কায়া   সমুদ্রগর্জন মিশে যায় তথাকথিত দাবদাহের স্বরে কতক্ষণ আর ধরে রাখবে এসব জঞ্জালের ঢেউ বাঁধভাঙা জোয়ারের মতন আত্মবিশ্বাসী নির্লিপ্তির কাঁধে চড়ে…