আহমদ আজিজ

  • আত্মমোচন

    আহমদ আজিজ   ক্ষরিত রক্তে রক্তলিখন হৃৎপত্রের সমাপ্তি হোক ভুল অভিলাষ দগ্ধপাঁজর ধুলোলাঞ্ছিত কল্পনালোক;   রৌদ্রতাপিত মুগ্ধসকাল বর্ষামুখর উদ্যান-বন বিস্মৃত হোক কামনাচারিতা পুড়ে ছাই হোক স্মৃতির-বসন;   করুণাকাতর মলিন সন্ধ্যা নির্বাক চোখ রক্তিমাকাশ প্রতিবিম্বিত রক্তপুকুর ক্ষতবিক্ষত বিমূর্ত হাঁস;   দহনবিদ্ধ হৃৎকারিগর আজ তবে হোক গ্রন্থিমোচন দূরপ্রান্তর ডাকে আয় আয় হাতছানি দেয় আলোর নাচন।

  • ছিন্নস্মৃতি

    আহমদ আজিজ   ছিন্নস্মৃতি তবু রক্তক্ষরণের মতো মাংসময় যেন কাটা মাংসের উত্তাপ লেগে আছে মৃতদেহে; অকালমৃত্যুর মতো কতদিন আগে ঝরে গেছে তরুণ বৃক্ষের অভিলাষীপাতা – আজো জেগে আছে নীরব ক্রন্দন তার হলুদশিরায়; কতদিন আগে ডুবে গেছে সূর্য – আজো তার রক্তিম বাসনা খেলা করে সমুদ্রের জলে পরিত্যক্ত বেলাভূমে : ছিন্নস্মৃতি তবু রক্তক্ষরণের মতো মাংসময়।

  • সত্তরের বন্ধুদের প্রতি

    আহমদ আজিজ   পাতাঝরা প্রান্তরের মাঠে তুমুল ঘূর্ণির দিনে বিস্তারিত বৃক্ষের সারির দৃশ্যপটে নিশ্চুপ বৃক্ষের মতো আমিও ছিলাম – মনে পড়ে? আমাদের গেছে দিন একদিন শর্তহীনতায়।   ভবঘুরে জীবনের মতো আমিও তো দাঁড়িয়েছিলাম একা অনির্দিষ্ট অপেক্ষার মতো কোনো সাধারণ অচেনা রাস্তার মোড়ে, ঝড়ো-জীবনের দিনে আমারও তো কেটেছে সময় ধোঁয়া আর ধুলা জমে-ওঠা অনর্থক অপেক্ষার চা-র…

  • স্মৃতি ও কল্পনা

    আহমদ আজিজ একদিন এই দেহেমনে কতটুকু প্রেম ছিল, সম্পর্কের ভিতর কতটা আত্মজ্ঞান ছিল, কতটুকুই-বা ছিল আত্মার ক্রন্দনধ্বনি – সেইসব ভাবনাসমূহ আজ ভাঁজ করে পাশে রাখি পুরনো বস্ত্রের মতো; এখনো কালের বিস্তার আছে, কঠোর সাধনা আছে, আছে শ্রম, নব-নব আবিষ্কার; সেই হেতু আত্মক্রীড় ভাবনাসমূহ একদিন ভাবা যাবে ডুবে-আসা সূর্যপাড়ে বসে। আজ খোলা চোখ মেলে দেখি ক্ষুধাতুর…