আহসান হামিদ

  • বলিনি লিখবো না

    আহসান হামিদ   লিখিনি ব’লে লিখবো না কিছু – তা তো বলিনি। বলেছি শ্রাবণ মেঘের দিনে ফিরে আসবো একা-একা তোমার নিকনো উঠোনে। তুমুল বৃষ্টিতে নৃত্যরতা তোমাকে নেবো বুকে টেনে। এ তৃষিত ঠোঁট ছোঁয়াবো আশ্লেষে ওই দুটি ভেজা ওষ্ঠচূড়ে। তখনই লেখা হ’য়ে যাবে ঠিক চিরকালের অবিনাশী এক যুগল কবিতা।   লিখিনি ব’লে লিখবো না – বলিনি…